News =2

টক্কিজবিডি ডটকম রিপোর্ট ::
মা-দাদা-দিদি সবাই আমার উপর
ক্ষেপেছেন।

মা-তো কথাই
বলতে চাইছেন না। কিন্তু কি করবো।
কাউকে বোঝাতে পারছি না,
কিভাবে দিন কাটাচ্ছি।
টক্কিজবিডি ডটকমকে নিজের ব্যস্ততার
কথা এভাবেই জানালেন জনপ্রিয়
ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস।
পূজার দিনটাও
তাকে কাটাতে হবে দেশের বাইরে,
কাতারে। বর্তমানে ছবির
শ্যুটিংয়ে থাইল্যান্ডে আছেন এ
নায়িকা।
অপু বিশ্বাস বলেন, থাইল্যান্ড
থেকে শুটিং শেষ করে শুক্রবার
কাতার যাবো। হঠাৎ করেই কাতারের
আমন্ত্রণ পেলাম। এমনভাবে অনুরোধ করল,
না বলতে পারিনি। মা সব শুনে ভীষণ
রাগ করেছেন। বলছেন, তুই তো এখন অন্য
দুনিয়ার মানুষ হয়ে গেছিস।
তিনি বলেন, মা পূজার
দিনগুলোতে ধর্মীয় রীতি-
নীতি মেনে চলার কড়া নির্দেশ
দিয়েছেন।
বাড়িতে থাকলে নিয়মকানুন
মানতে হত। কিন্তু এখন
তো আমি ঢাকায়। একা সব
করে উঠতে পারব কি না জানি না।
তবে কোনো একদিন কোনো এক
মণ্ডপে গিয়ে অঞ্জলি দেবো।
জানা গেছে, বগুড়ায় অপুদের
বাড়িতে এখন পূজার ধুম আয়োজন চলছে।
মা আর ভাই-বোনেরা সব অপেক্ষায়,
কখন আসবে বাড়ির ছোট মেয়েটি।
কিন্তু অপুর দম ফেলার ফুরসত নেই।
থাইল্যান্ড থেকে সিনেমার
শুটিং শেষ করে শুক্রবার ছুটছেন
কাতার। তাই এবার
বগুড়া যাওয়া হচ্ছে না অপুর।
শোনা যাচ্ছে, অপু অভিনীত
তিনটি সিনেমা ঈদে মুক্তি পেতে
পারে। এগুলো হল ওয়াকিল আহমেদের
‘সেরা নায়ক’, ওয়াজেদ আলী সুমনের
‘হিটম্যান’ এবং নজরুল ইসলাম খানের
‘কঠিন প্রতিশোধ’।
Source: টকিজবিডি ডট কম 

Comments