ঈদে ছবি মুক্তি নিয়ে দ্বিধা-
দন্ধে রয়েছেন আলোচিত নায়িকা অপু
বিশ্বাস। ঈদ আসতে মাত্র ৫ দিন বাকি,
কিন্তু এখনও ঠিক হয় নি ঈদে অপুর কোন
ছবি মুক্তি পাবে।
আসছে ঈদে 'হিটম্যান', 'সেরা নায়ক' ও
'কঠিন প্রতিশোধ'
এই
তিনটি ছবি মুক্তি পাওয়ার কথা ছিল
অপুর, সেজন্য
সম্প্রতি থাইল্যান্ডে গিয়ে তিনটি
ছবির গানের শুটিং সম্পন্ন করেন অপু।
একটু দেরি করে ঈদে মুক্তির জন্য
সেন্সরে জমা পড়লেও
বর্তমানে একটি ছবিও সেন্সর ছাড়পত্র
পায়নি। তিনটি ছবিতেই অপুর কো-
আর্টিস্ট হিসেবে রয়েছেন শাকিব
খান। এ প্রসঙ্গে অপু জানিয়েছেন, খুব
টেনশনে আছি। ঈদ আসতে মাত্র
কিছুদিন বাকি আমার কোন
ছবি মুক্তি পাবে তা এখনও নিশ্চিত
না। ঈদের আগে ছবি মুক্তি নিয়ে এরকম
অবস্থা এই প্রথম। তবে আশা করছি আমার
অভিনীত একটি হলেও
ছবি ঈদে মুক্তি পাবে।
তিনটি ছবি মুক্তি পাওয়ার কথা ছিল
অপুর, সেজন্য
সম্প্রতি থাইল্যান্ডে গিয়ে তিনটি
ছবির গানের শুটিং সম্পন্ন করেন অপু।
একটু দেরি করে ঈদে মুক্তির জন্য
সেন্সরে জমা পড়লেও
বর্তমানে একটি ছবিও সেন্সর ছাড়পত্র
পায়নি। তিনটি ছবিতেই অপুর কো-
আর্টিস্ট হিসেবে রয়েছেন শাকিব
খান। এ প্রসঙ্গে অপু জানিয়েছেন, খুব
টেনশনে আছি। ঈদ আসতে মাত্র
কিছুদিন বাকি আমার কোন
ছবি মুক্তি পাবে তা এখনও নিশ্চিত
না। ঈদের আগে ছবি মুক্তি নিয়ে এরকম
অবস্থা এই প্রথম। তবে আশা করছি আমার
অভিনীত একটি হলেও
ছবি ঈদে মুক্তি পাবে।
Comments
Post a Comment